রাজ্যের খবর

লোনের কিস্তি শোধ করতে না পারায় আত্মঘাতী গৃহবধূ

Housewife commits suicide after failing to repay loan installments

Truth Of Bengal : লোনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় আত্মহত্যার  পথ বেছে নিলেন এক গৃহবধূ। কীটনাশক খেয়ে ওই গৃহবধূ আত্মঘাতী হন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, কিস্তির টাকা শোধ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু কোনভাবেই সেই টাকা যোগাড় করতে পারছিলেন না ওই গৃহবধূ। বাড়িতে এসে এই নিয়ে বারবার অপমান করে যাচ্ছিল তাঁকে।

আদায়কারীরা বারবার টাকা শোধ করার জন্য চাপ দেওয়াই শেষমেশ মৃত্যুর পথ বেছে নেন ওই মহিলা। পরিবারের অভিযোগ, লোনের কিস্তি আদায়কারীরা বাড়িতে এসে কিস্তির টাকা দেওার জন্য চাপ দিলে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালারের পূর্ব শেখপাড়া এলাকায়। মৃতার নাম বিউটি বিবি। বয়স আনুমানিক চল্লিশ বছর। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। শুক্রবার বিকাল নাগাদ লোন আদায়কারীরা তাঁর বাড়িতে গিয়ে কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ দেন।

লোনের কিস্তি আদায়কারীদের অত্যাচার না সহ্য করতে পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার ঘটনার কথা পরিবারে সদস্যরা জানতে পারায় ওই গৃহবধূকে প্রাণে বাঁচাতে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করে তারা। চিকিৎসার জন্য ওই গৃহবধূকে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles