জমি নিয়ে বিবাদের জেরে বাড়িতে আগুন, উত্তাল পরিস্থিতি
House fire due to land dispute, tense situation

Truth Of Bengal: জমি নিয়ে বিবাদ। তার জেরে দুই পরিবারের মধ্যে মারপিট ও পরে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের দক্ষিণ হরিনডাঙা এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার রাতে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে ওই এলাকার একটি বাড়িতে। তার জেরে সবমিলিয়ে তিনটি বাড়ি, রান্নাঘর, গোয়ালঘর আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
জমি নিয়ে বিবাদের জেরে বাড়িতে আগুন, উত্তাল পরিস্থিতি pic.twitter.com/2Rt9GJiGOa
— TOB DIGITAL (@DigitalTob) March 7, 2025
এই ঘটনার পর ওই এলাকার মধ্যে হৈচৈ পরে যায়। আগুন লেগেছে দেখে সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পৌঁছায়। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর খবর দেওয়া হয় পুলিশবাহিনীকেও। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়। এরপর তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়।
পুলিশ সূত্রে খবর, এই আগুন লাগার ফলে নগদ টাকা, দুটি বাইক, সাইকেল, বাড়ির আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিও পুড়ে ছাই হয়ে যায়। তারা আরও জানিয়েছে, ওই এলাকায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এদিন সেই বিবাদ তীব্র আকার ধারণ করে। তবে তাদের বিবাদ চলতে থাকার পর পরই আচমকাই ওই এলাকায় একটি সিলিন্ডার ফেটে যায়। যার জেরেই এই পরিমাণ আগুন লাগে ওই এলাকায়।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় এই আগুন লাগার পর তারা যখন দমকল বাহিনীকে খবর দেয় তখন তিন ঘন্টা কেটে গেলেও দূরত্বের কারণে দমকল ঢুকতে পারেনি। ইতিমধ্যে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।