রাজ্যের খবর

মর্মান্তিক ঘটনা! বাড়ি ভেঙে মৃত্যু হল মহিলার, জখম আরও দুই

House Collapsed in Purba Bardhaman

The Truth of Bengal: পূর্ব বর্ধমান খণ্ডঘোষে দোতলা মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু এক আহত দুই। সুত্রের খবর, পূর্ব বর্ধমান খন্ডঘোষে পূর্বোচক গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দোতলা মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলা এবং আহত আরও দুই মহিলা। জানা গেছে মাটির বাড়ি ভেঙে যায় এবং সেই ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যান ঘরের তিনজন মহিলা। ঘটনাস্থলে পৌঁছায় খণ্ডঘোষের থানার পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং মাটির বাড়ির নিচে তিনজন মহিলার এমনভাবে চাপা পড়ে যায় যে শেষমেষ মাটি খুঁড়তে জেসিপি মেশিনের দরকার পড়ে। উদ্ধার কাজে গ্রামের সকল মানুষজন এগিয়ে আসেন। এবং সেই তিনজন মহিলাকে উদ্ধার করে দ্রুততার সঙ্গে বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মধ্যে জুলেখা বেগম নামে এক মহিলার হাসপাতালে মৃত্যু হয় বলে সূত্র মারফত জানা যায়।  বাকি আহত দুই মহিলা আপাতত মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই বাড়ির মালিক ও গ্রামের প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে মাটির দোতলা বাড়িতে বেশ কিছুদিন ধরে মেরামতের কাজ চলছিল। পুরোনো বাড়ি হওয়ার কারণেই ধস নেমে এমন বিপত্তি ঘটে। এই মুহূর্তে প্রতিবেশী দুই আহত মহিলা চিকিৎসাধীন রয়েছে। বাড়ির মালিকের নাম শেখ হাবিবর ইসলাম। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

Free Access

 

Related Articles