রাজ্যের খবর

১০বছরে কী কাজ করেছে তা বলার ক্ষমতা নেই নরেন্দ্র মোদির, হুগলির সভা থেকে বিজেপিকে তোপ মমতার

Hooghly and Jagatballobpur twin assembly Mamata Banerjee

The Truth of Bengal: তৃতীয় দফার পর বিজেপির চোখ ফেটে জল বেরিয়ে এসেছে। এবার আর মোদি সরকার ক্ষমতায় আসছে না,। হুগলি ও জগতবল্লভপুরের জোড়া সভা থেকেই আরও আক্রমণের ধার বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।সরকার বদলে গেলে মোদির প্রচারের কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে বলে দাবি করেন তিনি। ডানলপ অধিগ্রহণে কেন কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না,সেই প্রশ্ন তুলে বিজেপিকে বেঁধেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।

১০বছরে কী কাজ করেছে তা বলার ক্ষমতা নেই নরেন্দ্র মোদির। শুধু ধমকে- চমকে ভোটে জেতার কৌশল নিচ্ছে বিজেপি।ফাঁকা বুলি আওড়াতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। হুগলিও হাওড়ার জোড়া সভা থেকেই বিজেপির চমকদার প্রচারের রাজনীতিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মতে,দিল্লি থেকে পঞ্জাব-হরিয়ানা,উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ু সর্বত্র বদলের চোরাস্রোত বইছে। ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার রাজনীতি তিনি যে বরদাস্ত করবেন না।যেভাবে বাংলায় ৩৪বছরের সিপিএম সরকারকে উত্খাত করেছেন,সেভাবেই দিল্লিতে পরিবর্তন করবেন বলে স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কটাক্ষ এক এক দফায় ভোট হচ্ছে আর বিজেপি ক্ষমতা হারানোর দিকে এগিয়ে যাচ্ছে,তৃতীয় দফার পর বিজেপির চোখ ফেটে জল বেরিয়ে এসেছে। শত চেষ্টা করলেও মোদি সরকার আর ক্ষমতায় আসবে না।বদল হলেই মোদির  প্রচারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে বলেও সুর বার ভোটে মোদী সরকারের পতন হবে বলে সপ্তগ্রামের সভা থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘তৃতীয় দফার পর তো চোখ ফেটে জল বেরিয়ে এসেছে। আরও দেখতে থাকুন।’’

‘‘রাজি ছিল না রচনা, আমি রাজি করিয়েছি’’, বললেন মমতা

সপ্তগ্রামের সভায় মমতা বলেন, ‘‘রচনা ভোটে দাঁড়াতে চাইছিল না। আমাকে বলেছিল, দিদি আমি কোনও দিন রাজনীতি করিনি। আমি ওকে বলি, আমরা কেউই বুঝতাম না। মানুষের কাজ করাই হল আসল কথা। আর এখানে দাঁড়ালে তোমার সুবিধাই হবে। দিদি নম্বর ওয়ানে আরও অনেক কিছু করতে পারবে। রচনাকে রাজি যখন করালাম, আপনারা কি ওকে ভোটটা দেবেন না?’’

তৃণমূল নেতাদের ফোন করে বসে যাওয়ার হুমকি বিজেপির, দাবি মমতার

মমতা বলেন, ‘‘ফোন করে আমাদের নেতাকে বলেছে, যদি বসে না যাস তা হলে ভোটের পর দেখে নেব। তৃণমূল কাউকে ভয় পায় না। ৩৪ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুড়ে ফেলতে পারি, তা হলে আপনাকেও ভারতবর্ষ থেকে ছুড়ে ফেলে দেব, এটা মাথায় রাখবেন।’’

Related Articles