প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, দেখুন মেধাতালিকায় কারা রয়েছেন
Higher secondary results are published

The Truth Of Bengal : প্রকাশিত হল ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ফল। এবারও জেলার জয়জয়কার। পাশের হার প্রায় ৯০ শতাংশ। প্রথম তিনে আছেন একজন করে পরীক্ষার্থী।
উচ্চমাধ্যমিকে প্রথম হলেন অভীক দাস। একমাত্র তিনিই প্রথম হয়েছেন। পেয়েছেন ৪৯৬। তিনি আলিপুরদুয়ারের ছাত্র।
দ্বিতীয় হলেন সৌম্যদ্বীপ সাহা। পেয়েছেন ৪৯৫ নম্বর।
তৃতীয় স্থানে একজন আছেন। অভিষেক গুপ্ত। ৪৯৪ নম্বর পেয়েছে।
প্রথম দশে আছেন ৫৮ জন। ১৫টি জেলা আছে। হুগলি থেকে ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ জন, কলকাতা থেকে ৫ জন, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর ৪ জন, কোচবিহার, মালদা থেকে ৩ জন।
পাশের হার এগিয়ে পূর্ব মেদিনীপুর।
কালিম্পং- ৯২.৫১ শতাংশ
কলকাতা- ৯২.১৩ শতাংশ
পশ্চিম মেদিনীপুর- ৯২.৭৮ শতাংশ
দক্ষিণ ২৪ পরগনা- ৯২.৮৭ শতাংশ
পূর্ব মেদিনীপুর- ৯৫.৭৭ শতাংশ
প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, দেখুন মেধাতালিকায় কারা রয়েছেন@hsresults pic.twitter.com/50qkTcnUPc
— TOB DIGITAL (@DigitalTob) May 8, 2024
উত্তর ২৪ পরগনা- ৯২.০৫ শতাংশ
হুগলি- ৯১.০৬ শতাংশ
এবছর পাস করেছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন জন।
পাশের হার ৮৯.৯৯ শতাংশ।
পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর।
পাশের হারে দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা।
পঞ্চম স্থানে আছে কলকাতা।
এবছর ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি ছিল। প্রায় ১২ শতাংশ বেশি।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করছে। ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
ফল দেখার জন্য পরীক্ষার্থীদের https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে। নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। দুপুর তিনটের পর থেকে এই সুযোগ মিলবে। রোল নম্বর দিয়ে ক্লিক করতে হবে সার্চ বাটনে।
এবার পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করল শিক্ষা সংসদ। দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ফল দেখতে পারবেন। ফল দেখার জন্য পরীক্ষার্থীদের https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে। নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, চলতি বছরে ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। এ বছর ফল ঘোষণা করা হলেও বুধবারই হাতে মার্কশিট এবং শংসাপত্র পাবেন না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। ওই দিনই স্কুলগুলি থেকে পরীক্ষার্থীদের মধ্যেও সেই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছর মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে।