রাজ্যের খবর

প্রতিবন্ধকতাকে জয় করেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, লড়াই করছে হার না মানা মানসিকতা নিয়ে

Higher secondary examinees overcome obstacles

The Truth of Bengal: শরীরে অর্ধেক অংশ কাজ করে না।চলতে গেলেই বাধা পান। তবু প্রতিবন্ধকতাকে জয় করে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন গোঘাটের মধুবাটির জিত্ মণ্ডল। জিত্ সাতবেড়িয়া হাইস্কুলের ছাত্র। এবার   মেধা শক্তির জোরে উচ্চমাধ্যমিকে সাড়া ফেলতে চান এই পড়ুয়া। তাঁর মনবল আর পড়াশোনার প্রতি ভালোবাসা সবমহলের প্রশংসা আদায় করে নিচ্ছে। হাল ছেড়ো না বন্ধু,কন্ঠ ছাড়ো জোরে,..একথা জীবনযুদ্ধে পাথেয় করে নিয়েছেন গোঘাটের মধুবাটির জিত মণ্ডল। কারণ তাঁর জীবনে চলার পথে নানা বাধা রয়েছে। তবু তিনি মেধার সাহায্যে সবকিছু হাসি মুখে জয় করার পণ করেছেন।

মাধ্যমিকে তাক লাগানো ফল করার পর এবার উচ্চমাধ্যমিকেও নজরকাড়া ফল করার লড়াই শুরু হয়েছে গোঘাটের মধুবাটির এই পরীক্ষার্থীর।বিগত দিনের পরীক্ষা যথেষ্ট ভালোভাবেই দিয়েছেন। আগামীতেও ভালো ফলের জন্য লক্ষ্যভেদ করতে লড়াই করছেন হার না মানা মানসিকতা নিয়ে।কেন এই প্রতিবন্ধকতার মুখোমুখি তিনি ?জানা যায়,২০০৯এ দুর্ঘটনায় বাবাকে হারাতে হয়েছে তাঁকে। শারিরীক দিক দিয়ে নানা আঘাত সামাল দিতে হয়েছে।অসুস্থ অবস্থার মাঝে বই থেকে চোখ সরাননি। বই অন্ত প্রাণ এই পড়ুয়া আশা করেন জীবনের হাল ফেরাবে মলাটে মোড়া বই।

শারীরিক দিক থেকে গুরুতরভাবে চোট নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। বাড়ি থেকে  সুস্থ করার চেষ্টা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি জিত। তবু পড়াশোনার হাল ছাড়েনি তিনি।খুবই কষ্টের মধ্য দিয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তাঁর পরিজনদের  আশা, এই লড়াইয়ের জয় হবে। একদিন এই পড়ুয়া জীবনলীপির ছন্দ নতুন করে লিখবেন।অসহায় মানুষের হয়ে কিছু করতে পারবেন সমাজে প্রতিষ্ঠিত হয়ে। জিত মণ্ডলের আশা,গবেষণা করে মানুষের স্বার্থে কিছু আবিষ্কার করতে পারবেন । তাই নিরন্তর পাঠভ্যাস আর অক্ষরের জগতের অন্দরমহলের তথ্যানুসন্ধান একদিন তাঁকে লক্ষ্যে পৌঁছে দেবে বলে আশা হুগলির গোঘাটের মধুবাটির প্রতিবেশী থেকে সহপাঠী সকলেরই।

Related Articles