মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, হাজির পুলিশ-প্রশাসনের কর্তা ও মেয়র
High-level meeting at Nabanna chaired by Chief Minister, attended by Police-Administrator and Mayor

The Truth Of Bengal: নির্বাচন মেটার পর প্রশাসনিক তত্পরতা বেড়েছে। উন্নয়ন প্রকল্প দ্রুত রূপায়ণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কর্তাদের নির্দেশ দিতে চান। সেইজন্য আচমকা বৃহস্পতিবার নবান্নের ১৪ তলায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি। বৈঠকে মূলতঃ ভোটের পর উন্নয়নের কাজে ঝাঁকুনি দেওয়ার জন্য প্রশাসনের কর্তাদের নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে যাতে উন্নয়নের প্রকল্প দ্রুত রূপায়ণ করা যায় সেজন্য প্রশাসনিক প্রধান সক্রিয় হয়েছেন।এই বৈঠকে জেলাশাসক,পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তারা ছাড়াও হাজির থাকবেন মেয়র ফিরহাদ হাকিম। কেন এই জরুরি বৈঠক? সব পুরসভাকেএবার বড় ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।
পরিষেবা ঠিক মতো যাতে শহর এলাকায় পৌঁছায়,আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেজন্য প্রশাসনকে আরও সংবেদনশীল করার প্রয়াস নিতে চান প্রশাসনিক প্রধান।মুখ্যমন্ত্রীর নির্দেশমাফিক শহর এলাকায় বেশকিছু কাজ নতুনভাবে শুরু হতে পারে বলে আভাস মিলছে।