রাজ্যের খবর

দুর্গাপুরে এক টুকরো রাজস্থান, রাজস্থানের ঐতিহ্য ও সংস্কৃতির মেলা

Culture Fair of Rajasthan In Durgapur

The Truth of Bengal: দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে শনিবার থেকে শুরু হল রাজস্থানী মেলা। গতবছর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়েছিল এই রাজস্থানী মেলা। প্রথম বছরের বিপুল সাফল্য বেলায় এবছর আবার দ্বিতীয় বর্ষে রাজস্থানী মেলার আয়োজন করেছেন পার্ক কর্তৃপক্ষ।

মেলায় রাজস্থানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। মেলায় রয়েছে রাজস্থানের ঐতিহ্যবাহী ঘোড়া, উট, জল মহল, বাহারি সাজসজ্জা, নাচ-গান, রসগোল্লা, ল্যাংড়া, পাকোড়া, বিরিয়ানিসহ নানামুখী খাবারের আয়োজন।

আয়োজকদের দাবি, গতবছরের চেয়ে এ বছর আরো আকর্ষণীয় অভিনবত্ব রয়েছে রাজস্থানী মেলায়। মেলায় আগত দর্শকদের জন্য থাকছে নানা ধরনের আকর্ষণ।

মেলা ৬ই জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ১৪ ই জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

Related Articles