রাজ্যের খবর

প্রবল বৃষ্টিতে চাষের কী হবে? মাথায় হাত কৃষকদের

Heavy rains damage crops, farmers in distress

Truth Of Bengal: নিম্নচাপের জেরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হল আরামবাগ মহকুমায়। দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যায়। অকাল বৃষ্টির জেরে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এখনও মাঠে ধান তোলার কাজ চলছে। জোরকদমে শুরু হয়েছে আলু বসানোর কাজ। বৃষ্টির জেরে আলুচাষের কাজ ব্যাহত হয়েছে। পাশাপাশি বৃষ্টি বাড়লে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষিরা। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। রোদের দেখা মেলেনি। দুপুরে কালো মেঘে ঢেকে যায় চারিদিক। দুপুরে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। এরপর ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে এলাকা।

চাষিদের দাবি, অতিরিক্ত দামের আলুর বীজ ও সার কেনার ফলে তারা ধারদেনায় জেরবার হয়েছেন। এরপর বৃষ্টি হলে তাদের অবস্থা হবে আরো শোচনীয়। যদিও কৃষি দফতরের দাবি, বৃষ্টি বাড়লে চাষের ক্ষয়ক্ষতি হবে।

বেশি বৃষ্টি হলে জমি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে। কৃষি দফতরের তরফে আরও জানানো হয়েছে সরকার চাষিদের পাশে আছে।

Related Articles