রাজ্যের খবর

জোড়া ফলায় টানা বৃষ্টি, সোমবারও চলবে অঝোর বৃষ্টি

Heavy rain will continue on Monday

The Truth of Bengal: নিম্নচাপের প্রভাবে দক্ষিণের সব জেলায় সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি। ভিজবে উত্তরবঙ্গ। উত্তাল সমুদ্র জারি সর্তকতা। উত্তর বঙ্গপোসাগর সংলগ্ন এবং ওড়িশা উপকূল মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে বৃষ্টি। তবে হুগলি, দুই বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইরকম পরিস্থিতি থাকবে সোমবারও। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় অঝোজে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে দমকা হাওয়া। গত কয়েকদিন ধরে যে ভ্যাপসা গরম ছিল, বৃষ্টির জন্য তা উধাও হয়ে গিয়েছে। ফিরেছে ঠাণ্ডা অনুভব।

সোমবার পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে।  হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল হতে পারে। সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলেমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। তাই উত্তর বঙ্গপোসাগর সংলগ্ন এবং ওড়িশা উপকূল মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গপোসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই জোড়া ফলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। পরে ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Related Articles