রাজ্যের খবর

পূর্ব বর্ধমানে কালনারোডে বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৪

Head-on collision between bus and toto at Kalnaroad in East Burdwan, 4 seriously injured

Truth Of Bengal: পূর্ব বর্ধমানে কালনারোড এগ্রিকালচার ফার্মের সেকেন্ড গেটের কাছে বড়োসরো পথ দুর্ঘটনা। সকাল সকাল একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি একটি টোটোর সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে  বনগাঁ-বর্ধমানগামী একটি বাস এসে সজরে ধাক্কামারে একটি দাঁড়িয়ে থাকা টোটো তে। প্রত্যক্ষদর্শীরা জানান বাঁচতে অত্যন্ত দ্রুত আসছিল বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা টোটো টে এসে ধাক্কা মারে, এবং টোটোতে থাকা ৪ জনকে ব্যাক্তি আহত হয়। জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালনা গেট এগ্রিকালচার সেকেন্ড গেটে কাছে এই দুর্ঘটনা ঘটে ঘটেছে। একটি বনগাঁ থেকে বর্ধমানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টোটো টিকে। এই ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোক বাসটিকে আটকে রাখেন। ঘটনা স্থলে বর্ধমান পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এলাকাবাসী জানান যতক্ষণ না সঠিক বিচার পাবে ততক্ষণ এই বাসটিকে ছাড়া হবে না। বাসটি দ্রুত গতি থাকার কারণে ড্রাইভার সামলাতে না পেরে এই বিপত্তি।

Related Articles