অবশেষে উদ্ধার হল হজরত লস্কর-এর কাটা মুন্ড
Hazrat Lashkar's severed head finally recovered

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত বারাসাত এক নম্বর ব্লকে একটি ধান ক্ষেতে মৃত ব্যক্তির মুন্ড’র সন্ধান মিলল। মৃত হজরত লস্করের কাটা মুন্ড বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। মুন্ডর সন্ধান মিলছিল না অনেকদিন ধরেই। আগেই দেহ উদ্ধার হয়েছিল। দুষ্কৃতীরা কাটা মুন্ড কোথায় ফেলেছে তা নিয়ে তল্লাশি প্রক্রিয়া জারি ছিল।
ঘটনার ১৫ দিন পর অবশেষে এই ঘটনায় মূল অভিযুক্ত জলিল যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির পাশেই ধান খেত। সেই ধানখেতের পাশের একটি কচুবাগান থেকে পাওয়া গেল মৃত হজরত লস্করের কাটা মুন্ড। মঙ্গলবার সকাল থেকেই কাটা মুন্ডর খোঁজে জলিলকে নিয়ে বের হয় দত্তপুকুর থানার পুলিশ। তারপরেই ঘটনাস্থলে এসে জলিল নিজেই বলে সে এই কচু বাগানেই মুন্ড ফেলেছিল। পরবর্তীতে SDPO র উপস্থিতিতে দত্তপুকুর থানার পুলিশ এবং DMG আধিকারিকেরা কাটা মুন্ডটি উদ্ধার করে।