রাজ্যের খবর
Trending

ভরা মঞ্চে ছিঁড়ল হাওয়াই চটি, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন গানের তালে

Hawaii Chatti tore on the packed stage, put on a safety pin and danced to the beat of the song

The Truth Of Bengal : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পরিচিত তাঁর পায়ের হাওয়াই চটির জন্য। তিনি তাতে যে কতটা কমফোর্টেবল থাকেন তা মোটামুটি সকলেরই জানা। তবে এইদন ঝাড়গ্রামের এক জনসভাতেই তাঁর হাওয়াই চটি বিপাকে ফেলল খোদ মুখ্যমন্ত্রীকে। ভরা মঞ্চেই তাঁর চটি ছিঁড়ে গেলে প্রথমে কিছুটা রেগে গেলেও পরে গিয়ে তা  নিজেই সামাল নেন।

ঝাড়গ্রামে সভা চলাকালীন তিনি বুঝতে পারেন যে তাঁর জুতো ছিঁড়ে গেছে। তবে সেখানে নিরাপত্তা রক্ষীরা যখন তাঁকে বলেন যে তাঁরা নতুন এনে দেবেন, মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন কোথা থেকে এনে দেবে এখন এই মুহূর্তে? মঞ্চে উপস্থিত বীরবাহা হাসদা সাহায্যের হাত এগিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি অস্বীকার করেন সঙ্গে সঙ্গে ওখানেই প্রশ্ন করেন, কারও কাছে সেপ্টিপিন আছে কিনা? তারপর সেটা পাওয়া মাত্র মুখ্যমন্ত্রী স্টেজে বসেই তা লাগিয়ে নেন।

সঙ্গে তিনি মঞ্চে উপস্থিত সঙ্গিত শিল্পী তথা মন্ত্রী ইন্দ্রনীলকে গান চালিয়ে নিয়ে যেতে বলেন, সঙ্গে তিনি এও বলেন যে, সে জেন গান করে, ততক্ষণ মুখ্যমন্ত্রী জুতোতে সেপ্টিপিন লাগিয়ে নেবেন। মঞ্চে তাঁকে এদিন এও বলতে শোনা যায় যে, এটা জুতোর দোষ নয়, জুতোটির যা আয়ু তাঁর যে অধিক হেঁটে ফেলেছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শে এক বিশেষ ধরনের জুতো মুখ্যমন্ত্রী ব্যাবহার করে থাকেন। তবে এদিন এই ঘটনার পর কিছুটা রেগে গিয়েছিলেন তিনি। তবে বরাবরের  মতোই তিনি সাদামাটা জীবন যে কতটা পছন্দ করেন তা আবারও প্রমনাণিত এদিনের সভা থেকে। তবে সভাতে পরে তাঁর সেই সেপ্টিপিন পায়েও ফুটে যায়। তবে এতে সেরকম ভাবে মুখ্যমন্ত্রীকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। বরং তাঁকে পরক্ষনেই সেখানে উপস্থিত অন্যান্য ট্রাইবাল ডান্সারদের সঙ্গে মঞ্চে গানের তালে পা দোলাতে দেখা গিয়েছিল।

Related Articles