রাজ্যের খবর

পারিবারিক বিবাদের জেরে হাসুয়ার কোপ, মৃত ১, আহত ৫

Hasua's Kop due to family dispute, 1 dead, 5 injured

The Truth Of Bengal: পারিবারিক বিবাদের জেরে হাসুয়ার কোপে মৃত্যু হলো এক বৃদ্ধের। জখম আরো পাচঁ। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার ডোমকলের বর্তনাবাদ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির জেরে শমসের মন্ডল (৬০) নামে এক ব্যক্তি কে কুপিয়ে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা মুর্শিদাবাদের ডোমকলের বর্তনবাদে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ বাহিনী। মৃত এবং জখম ব্যক্তিদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে সমসের মন্ডলকে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়।

যদিও গোটা ঘটনার সূত্রপাত কিভাবে হল তা এখনো স্পষ্ট জানা যায়নি। তবে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

FREE ACCESS

Related Articles