এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি হরিশ্চন্দ্রপুরের যুবক
জানা গিয়েছে, সেই যুবক হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর অঞ্চলের নাজিরপুর গ্রামের বাসিন্দা রাজেশ মহাম্মদ।
Truth Of Bengal: এসআইআর ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তারপর যেভাবে একের পর এক রাজ্যবাসী আত্মঘাতী হয়েছেন এর আতঙ্কে, তারপর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরই মাঝে ফের একজন আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি মালদহের চাঁচলের। বর্তমানে তিনি রয়েছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল তাঁর শারীরিক অবস্থা। ঘটনা থেকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে।
জানা গিয়েছে, সেই যুবক হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর অঞ্চলের নাজিরপুর গ্রামের বাসিন্দা রাজেশ মহাম্মদ। ভোটার তালিকায় গন্ডগোল হয় তাঁর বাবার নামে। পরিবারের বক্তব্য, বাবা আদিল মহাম্মদের জায়গায় রাজেশের নাম চলে আসায় তিনি চিন্তিত ছিলেন। এরই মাঝে আতঙ্কিত হয়ে পড়েন এসআইআর ঘোষণা হওয়ায়। শ্বশুরবাড়িতে বিষ পান করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং এরপর তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।
খবর পেয়ে হাসপাতালে রাজেশের সঙ্গে দেখা করতে যান তৃণমূল কংগ্রেস বিধায়ক তাজমুল হোসেন। তিনি বলেন, “সবার কাছে অনুরোধ, আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে। বাংলার মানুষের পাশে সর্বদা রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে দিল্লি স্তব্ধ করে দেওয়া হবে লক্ষাধিক মানুষ নিয়ে। বাংলা থেকে বিতাড়িত করে দেওয়া হবে বিজেপির সমস্ত ছোট, বড় নেতাদের।” বলে রাখা ভালো, এই পর্যন্ত রাজ্যে ১০ জনেরও বেশি মারা গিয়েছেন এসআইআর আতঙ্কে। যদিও তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টির জন্য দোষারোপ করেছে বিজেপিকে। তবে বিজেপির বক্তব্য, তৈরি করার চেষ্টার পাশাপাশি কাজে বাধা দিচ্ছে ঘাসফুল শিবির।






