কলকাতারাজ্যের খবর
Trending

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজভবনের ওএসডি

Raj Bhavan's OSD approaches the High Court seeking protection

The Truth Of Bengal : রাজভবন কাণ্ডে জল গড়াল হাইকোর্টে। রাজভবনে শ্লীলতাহানি বিতর্কে জল গড়াল হাইকোর্টে। তদন্তের নামে ৪১ নম্বরের নোটিশ পাঠিয়ে হেনস্তার অভিযোগে হাইকোর্টের রক্ষাকবচ চেয়ে মামলা রাজভবনের ওএসডির। গত মঙ্গলবার নিম্ন আদালতে ওএসডি সহ তিনজন জামিন পান। এবার বিচারপতির জয় সেনগুপ্তের এজ্লাসে সেই মামলা। পুলিশি হেনস্তার অভিযোগে। হাইকোর্টে দ্বারস্থ রাজ্যপালের অফিস আধিকারিক।

উল্লেখ্য, রাজভবন কাণ্ডে এই মুহূর্তে জোর চর্চা রাজ্যে জুড়ে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্রীলতাহানের অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসে রাজভবনের কয়েকজন কর্মীর নাম। অভিযোগ, ওই যুবতী যখন কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন তখন রাজভবনেরই কয়েকজন কর্মী তাকে পুলিশে অভিযোগ করতে নিষেধ করেন। এমনকি ভয় দেখানো হয় বলেও অভিযোগ। এই নিয়ে তাদের বিরুদ্ধেও এফআইআর হয়।

শুধু রাজভবনের ওই অস্থায়ী কর্মী যে রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তা নয়, দিল্লির এক নর্তকী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। রাজ্যপালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে বিভিন্ন মহল। এই নিয়ে রাজভবনের গেটে বিক্ষোভও সংঘটিত হয়।

Related Articles