প্রেমে আঘাতের জের, বিষ খেয়ে আত্মঘাতী হাঁসখালীর যুবক
Hanskhali youth commits suicide by consuming poison due to love affair

Truth Of Bengal: মাধব দেবনাথ: ফোনালাপের মাধ্যমে প্রেমের সূত্রপাত। প্রেমে আঘাত পেয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন হাঁসখালীর এক যুবক। হাঁসখালীর মামজোয়ান পঞ্চায়েতের হলদিপাড়া মাঠ পাড়ার বাসিন্দা পরিতোষ বিশ্বাস বর্তমানে সেন্টারিং এর কাজ করেন। স্ত্রী বীনা বিশ্বাসও কাজকর্ম করে সংসার চালান। এরইমধ্যে বড়ো ছেলে প্রবীর (পাপাই) বাইরে গিয়ে কাজ করতে শুরু করে।
কাজ করতে করতে হঠাৎ ফোনের মাধ্যমে একজনের সঙ্গে আলাপ হয় তার। সেই আলাপ দিনকেদিন গভীর হতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে ওঠে। এরপর পাপাইয়ের বাড়িতে বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা বার্তা শুরু হয়। কিন্তু পাপাই জানতে পারে তার প্রেমিকা (শিখা) তাকে ছেড়ে অন্য জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।
সেই খবর শোনা মাত্রই শুরু হয় মনের মধ্যে উথাল পাথাল। শেষমেশ সে ঘটিয়ে ফেলে এই কান্ড। মনের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে তাড়াতাড়ি যুবককে স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। সেখানেই মৃত্যু হয় যুবকের। এই খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পরে পরিবার। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর সৎকার করা হবে বলে খবর।