
Truth of Bengal: শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ি থানার অন্তর্গত হাতিঘিসা এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম সঞ্জীব সরকার (৩৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই পরিবারের সদস্যরা যখন ঘরে যান, তখন সঞ্জীবকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের দাবি, সঞ্জীবের সঙ্গে পরিবারের বা ব্যক্তিগত কোনও সমস্যা ছিল না। তবে কী কারণে সে এই পথে গেল, তা কেউই বুঝতে পারছেন না। যুবকের ঘর থেকে উদ্ধার হয়নি সুইসাইট নোট। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে অনুমান। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পরিবারের সকলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসঙ্গে তদন্তে নেমেছে পুলিশ।