
The Truth of Bengal: গভীর রাতে মোবাইল ফোনে প্রেমিক গৃহ শিক্ষকের ফোন প্রেমিকাকে, আত্মহত্যা দেওয়ার প্ররোচনায় আত্মহত্যার পথ বেছে নিলো ছাত্রী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বাকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের ছোট বাকড়া গ্রামের ঘটনা। বছর ১৮ এর পায়েল সরকার, তেতুলিয়া শহীদ নুরুল ইসলাম কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। গৃহ শিক্ষক অনুপ রায়ের সঙ্গে দীর্ঘ কয়েক মাস ধরে প্রথমে মোবাইল ফোনে কথাবার্তা তারপরে প্রেম প্রণয় ঘনিষ্ঠতা বাড়ে। ওই গৃহ শিক্ষকের বাড়ি পাশের গ্রাম আটুরিয়ায়। এরপরে একাধিকবার মেলামেশা মোবাইল ফোনে অন্তরাঙ্গের ছবি তোলা নিয়ে মনোমালিন্য।
গতকাল শুক্রবার রাত্রিবেলা প্রেমিক গৃহ শিক্ষকের কাছ থেকে শেষ ফোন আসে ছাত্রী পায়েলের কাছে। সেখানে মনোমালিন্য হয় তারপরে ওই গৃহ শিক্ষক অনুপ রায়, তাকে আত্মহত্যা করার প্ররোচনা দেয়। মোবাইল ফোনে। তারপর আজ সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন পরিবারের লোক ডাকাডাকি করেও দরজা খুলছে না দেখে দরজা ভাঙে দেখে ওই ছাত্রী ঘরের পাখার সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ এসে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই গৃহ শিক্ষক অনুপ রায় কে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। মৃতের পরিবার ওই গৃহ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ধূূতকে আজ বসিরহাট মহাকুমা আদালতে তোলা হয়েছে।স্বরুপনগর থানার পুলিশ মহামান্য আদালতের কাছে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় তেতুলিয়া কলেজ ও ছাত্রীর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।