বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটি ঘোষণা
Half day holiday announced on Bidhanchandra Roy's birthday

The Truth Of Bengal: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস ও ডক্টরস ডে উপলক্ষে ১ জুলাই রাজ্যে অর্ধ দিবস ছুটি ঘোষণা। নবান্নের তরফে নির্দেশিকা জারি করে এই ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটি ঘোষণা pic.twitter.com/068GNy6vu8
— TOB DIGITAL (@DigitalTob) June 26, 2024
আগামী সোমবার দুপুর দুটোর পর সমস্ত সরকারি অফিস ও সরকারি দফতর বন্ধ থাকবে। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই আনন্দের খবর। বুধবার নবান্নের তরফে এই নির্দেশিকা জারি হয়। গত মাসেও একটি অর্থ দিবস ছুটি ঘোষণা করেছিল নবান্ন।
গত ১২ জুন জামাই ষষ্ঠীর দিন সমস্ত সরকারি, সরকারি পোষিত প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ছিল। স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফোটে। এক মাসের মধ্যে ফের একটি অর্ধ দিবস ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।