
The Truth of Bengal: সন্দেশখালির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক, রয়েছে কড়া পুলিশি নজরদারি,বিরোধীরা সেখানে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শান্তি রক্ষায় পুলিশের সজাগ ভূমিকায় খামতি নেই। এরমাঝে সোমবার সন্দেশখালিতে যাচ্ছেন রাজ্যপাল। রবিবার রাজভবনের তরফে একথা জানানো হয়েছে। কোচি থেকে রবিবার রাতে বেরোবেন তিনি। বেঙ্গালুরু হয়ে সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। সেখান থেকে সোজা সন্দেশখালির পথে রওনা হবেন রাজ্যপাল বোস।
মূলত, গ্রামবাসীরা যে অঞ্চলগুলিতে বিক্ষোভ করেছেন সেই অঞ্চলগুলিতেই যাওয়ার কথা রাজ্যপালের। কী কারণে গ্রামবাসীদের বিক্ষোভ? সেই সম্পর্কে জানতে গ্রামবাসীদের সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল। শুধু তাই নয়, সন্দেশখালি মেজিয়াখালিতেও যাবেন রাজ্যপাল। যেখানে গ্রামবাসীরা তৃণমূল নেতার পোল্ট্রি ফার্মে আগুন জ্বালিয়েছিল, সেই অঞ্চল ও পরিদর্শন করার কথা রাজ্যপালের।