রাজ্যের খবর

সরকারি সম্পত্তি পরিণত করা হচ্ছে ওয়াকফে! শুভেন্দুর দাবি ঘিরে তোলপাড়

Government property is being converted into a waqf! Uproar over Shuvendu's claim

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়ায় সরকারি সম্পত্তি ওয়াকফকে হস্তান্তরিত করার অভিযোগ। বিরোধী দলনেতার অভিযোগ ঘিরে বিতর্কের ঝড় বাঁকুড়ার রাজনৈতিক মহলে। সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তিতে পরিণত করার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে অভিযোগকে ঘিরে কার্যত চাপানউতোর শুরু হয়েছে বাঁকুড়ার রাজনৈতিক মহলে। ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বাঁকুড়া জেলা প্রশাসন।

জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ও লোকসভায় যখন ওয়াকফ এমেন্ডমেন্ট বিল বিচারাধীন সেই সময় গত ৩০ জানুয়ারি বাঁকুড়ার জেলা শাসকের নির্দেশে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় সরকারি ০.০৯ একর জায়গা ওয়াকফকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সম্প্রতি এই অভিযোগকে সামনে রেখে নিজের এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।

তাঁর দাবী ওয়াকফ এমেন্ডমেন্ট বিলে যখন নতুন করে কোনো সম্পত্তি ওয়াকফ সম্পত্তি করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে সেই সময় বাঁকুড়া জেলা প্রশাসনের এই কাজ নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর এই অভিযোগ সামনে আসতেই বিতর্ক তৈরী হয়েছে রাজনৈতিক মহলে। একই প্রশ্নে বাঁকুড়ার জেলা শাসকের ব্যাখ্যা দাবী করেছে কংগ্রেসও। তৃনমূল অবশ্য জেলা প্রশাসনের পাশেই দাঁড়িয়েছে। তৃনমূলের দাবী ওই জমি জেলা প্রশাসন হস্তান্তর করেছে। নিশ্চয়ই তাঁরা আইন মেনেই এই হস্তান্তর করেছেন।

Related Articles