রাজ্যের খবর

৩ দিন বাড়ল সরকারি ছুটি, বাংলার ব্যাঙ্ক ও বিমা কর্মীদের থাকছে এই ছুটি

Government holiday increased by 3 days

The Truth Of Bengal : পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তে ২০২৪ সাল থেকে বাংলার ব্যাঙ্ক ও বিমা খাতে কর্মরত কর্মচারীরা বাড়তি তিনটি ছুটি পাবেন। এই ছুটিগুলি হল ইংরেজি নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছটপুজো।এনআই অ্যাক্টের আওতায় এত দিন রাজ্যে বছরে ২১ দিন ছুটি পাওয়া যেত। এবার ২০২৪ সাল থেকে তা বেড়ে যাবে ২৪ হয়ে গেল।

ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলির দাবি, ছুটি নিয়ে কর্মীদের দাবি মেনে নেওয়া না হলে তারা বেতন বৃদ্ধি সংক্রান্ত মউ-তে স্বাক্ষর করবে না। এর আগে ডিসেম্বরে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিলেন ব্যাঙ্ক কর্মীরা। তবে পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়। তবে এরই সঙ্গে জানুয়ারিতেও ব্যাঙ্ক বন্ধের ডাক দেওয়া হয়। সেই ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি সংগঠনগুলির তরফ থেকে।

ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত এবং পুরনো বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের বেতন ১৭ শতাংশ করে বাড়ানো হবে। ২০২১-২২ অর্থবছর থেকে আগামী পাঁচবছরের জন্য প্রতি বছর এই বেতন বৃদ্ধি হবে। এই নয়া বেতন বৃদ্ধির নিয়ম কার্যকর হবে ২০২২ সালের ১ নভেম্বর থেকে। অর্থাৎ, গতবছরের বর্ধিত বেতনের বকেয়াও পাবেন কর্মীরা।

FREE ACCESS

Related Articles