রাজ্যের খবর

বারুইপুরে সুখবর, চালু হল সরকারি প্রাথমিক স্কুল

Good news in Baruipur, government primary school opens

Truth Of Bengal: রাজ্যজুড়ে প্রাথমিক স্কুল বন্ধের খবরের মধ্যেই শুরু হল নতুন একটি সরকারি প্রাথমিক স্কুল বারুইপুরের নবগ্রাম পঞ্চায়েতের কদমপুরে। বৃহস্পতিবার স্কুলের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিভাস সর্দার। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ।

প্রশাসন সূত্রে খবর, ২০১৩ সালে স্কুলটি অনুমোদন পায়। ভবন তৈরির কাজও শুরু হয়ে যায়। তারপর নানা কারণে স্কুল শুরু হয়নি। অবশেষে নতুন বছরে স্কুলের উদ্বোধন হল।

চলতি শিক্ষাবর্ষে থেকেই স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বেশ কিছু পড়ুয়া ভর্তি হয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। অন্য স্কুল থেকে একজন শিক্ষককে এনে আপাতত এই স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্র স্থায়ী শিক্ষক নিয়োগ করার কথা জানানো হয়েছে। সাথে চালু করে দেওয়া হবে মিড ডে মিলও। এলাকায় স্কুল চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Related Articles