কলকাতারাজ্যের খবর

নববর্ষের রাজ্য সরকার কর্মীদের জন্য উপহার, একটানা চার দিন ছুটি!

Good news for state government employees on New Year's Eve, four consecutive days off!

Truth Of Bengal: নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। একটানা চার দিন ছুটি! নীল পুজো, আম্বেদকর জয়ন্তী ও নববর্ষে ছুটির ঘোষণা করেছে সরকার।

সদ্য প্রকাশিত হওয়া ছুটির তালিকা দেখা যাচ্ছে আগামী ১৩ ই এপ্রিল রবিবার নীল পুজো, ১৪ই এপ্রিল সোমবার বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী আর ১৫ এপ্রিল বাঙালির নববর্ষ। সেই উপলক্ষে একটানা তিন দিন ছুটির ঘোষণা করেছে মমতা সরকার। তবে ১২ তারিখ অর্থাৎ শনিবার যাদের ছুটি থাকে তারা একটানা চার দিন ছুটি পাবেন।

সাধারণত এই সময় স্কুল কলেজের ছুটি থাকে কিন্তু এবার রাজ্য সরকারের বিভিন্ন অফিস কর্মীদেরও ছুটি দেওয়ার ঘোষণা। এই ঘোষণায় রীতিমত খুশি রাজ্য সরকারের কর্মীরা। যদি এই মাসে বেশ কয়েকটি ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। যেমন ৬ তারিখ রামনবমীর ছুটি, ১০ তারিখ মহাবীর জয়ন্তীর ছুটি পেয়েছে কর্মীরা। সেই সঙ্গে ১৮ এপ্রিল গুড ফ্রাইডে থাকার জন্য ছুটি পাবেন সরকারি কর্মীরা।

Related Articles