রাজ্যের খবর

মায়াপুর ইসকনে গীতা জয়ন্তী, হাজার হাজার ভক্ত সমাগম

Gita Jayanti at Mayapur ISKCON, thousands of devotees gather

Truth of Bengal: ৫ হাজার ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী অনুষ্ঠিত হল মায়াপুর ইসকনে। মূলত গীতা জন্মজয়ন্তী হিসেবে এবারের ২৮ তম এই উৎসব পালিত হয় মায়াপুরে। অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। দেশ-বিদেশের ৫ হাজার ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী অনুষ্ঠিত হল মায়াপুর ইসকনে। উৎসবের শেষ দিনে দেশ-বিদেশের ভক্তদের  উপস্থিতি ছিল নজরকাড়া। পাঁচ দিন ধরে এই গীতা জয়ন্তী অনুষ্ঠিত হয়।

মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে এই উপলক্ষে নানারকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা। সকাল থেকেই বিশ্ব শান্তি যজ্ঞ সহ ইসকনের দেশী বিদেশী ভক্ত বিভিন্ন ভাষায় গীতা পাঠ করেন। মূলত গীতা জন্মজয়ন্তী হিসেবে এবারের ২৮ তম এই উৎসব পালিত হয় মায়াপুরে। অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন দেশ-বিদেশের ভক্তরা।

উল্লেখ্য সারা বছরই বিশেষ তিথি উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ। কড়া নিরাপত্তার বলয়ে প্রত্যেকটি অনুষ্ঠান আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়, বুধবার একইভাবে গীতা জয়ন্তী উৎসবের শেষ দিনে জনস্রোত মায়াপুর ইসকনের চন্দ্রদয় মন্দিরে। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ৫১৫৭ বছর পূর্বে ধনুরধারী অর্জুনকে গীতার ধ্যান জ্ঞান প্রদান করেছিলেন। এই তিথি উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়।