১০ টাকায় মিলছে ৬ পিস পান, হোম ডেলিভারি দিচ্ছেন বিক্রেতা
Get 6 pieces for 10 taka, seller is giving home delivery

The Truth Of Bengal: ফোনে অর্ডার দিলেও হোম ডেলিভারি। বাড়িতে পৌঁছে যাচ্ছে পান। ১০ টাকায় ৬ পিস পান মিলছে। অবাক হনে না, এমন হোম ডেলিভারি চলছে আরামবাগে। এখন এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র দু’টাকারও থেকেও কম দামে। দোকানের ৬ বছর পূর্তিতে এমনই পরিষেবা দিচ্ছেন এক পান বিক্রেতা।
আজকাল বাড়িতে বসে সব পাওয়া যাচ্ছে। ফোনে অর্ডার দিলেও হোম ডেলিভারি। এবার হোম ডেলিভারি হচ্ছে পান। ১০ টাকায় ৬ পিস পান মিলছে। শুনে অবাক হচ্ছেন। তবে হ্যাঁ এটাই সত্যি। বর্তমানে এক পিস পানের দাম সাধারণত ৫ থেকে ১০ টাকা হয়। কিন্তু সেই পানই পাওয়া যাচ্ছে মাত্র দু’টাকারও থেকেও কম দামে। অর্থাৎ দশ টাকায় ৬টি পান। এমনই হোম ডেলিভারি চলছে গোঘাট ও আরামবাগে। যিনি হোম ডেলিভারি করেন, তাঁর দোকানেও একই দামে পান পাওয়া যায়। ফোন করলেই আরামবাগ শহর থেকে ১০ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে মিষ্টি পান। তার জন্য একজন কর্মী একটি বাইক নিয়ে সবসময় তৈরি রয়েছেন। কাছেপিঠের জন্য আছে একটি টোটো। অভিনব এই ভাবনাটি গোঘাটের ধুলেপুর গ্রামের ‘গাঙ্গুলি পান স্টল’-এর কর্ণধার দিগম্বর গাঙ্গুলির। তাঁর পান ব্যবসার ৬ বছর পূর্ণ হয়েছে। তাই চারদিনের জন্য এই পরিষেবা দিচ্ছেন তিনি। তাঁর লক্ষ্য এই ভাবে তাঁর ব্যবসার প্রাসার বাড়ানো।
পানের তালিকায় রয়েছে ফায়ার পান, আইস পান, চকলেট পান সহ ২৬ টি ফ্লেভারের পান। স্বাভাবিকভাবেই পানপ্রেমী মানুষজনদের মধ্যে এখন খুশির হাওয়া। সস্তায় পান খাওয়ার জন্য দোকানে যেমন ভিড় বাড়ছে, তেমনই অর্ডারও দিচ্ছেন অনেক মানুষ।
FREE ACCESS