মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, উড়ল বাড়ির একাংশ
Gas cylinder explosion in Maheshtala, part of house blown away

The Truth Of Bengal : মহেশতলা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ভেঙে যায় আশেপাশের বাড়ির জানালার কাঁচ। জখম হন চারজন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোপালপুরে সরকারপাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে, ওই বাড়ির একাংশ সিলিন্ডার বিস্ফোরণে উড়ে যায়।
কিভাবে বিস্ফোরণ ঘটল? তা স্পষ্ট নয় একাধিক সিলিন্ডার মজুত করে রাখা ছিল কিনা, তা খতিয়ে দেখছে দমকলের কর্মীরা। সকাল সাতটা নাগাদ তীব্র আওয়াজ শুনতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন।সংকীর্ণ এলাকা হাওয়ায় দমকলের গাড়ি পৌঁছাতে সমস্যায় পড়তে হোয়।এর পর পাম্পের মাধ্যমে জল দেওয়ার কাজ চালায় দমকল কর্মীরা।
কিভাবে এই বিস্ফোরণের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।এলাকা ঘিরে রেখেছে পুলিশ।আশেপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে।ঘটনার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারে পুলিশ। বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পাঁচ জন আহত হয়। আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুত্র মারফৎ জানা গিয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের শরীর প্রায় অনেকাংশই ঝলসে গিয়েছে।