Gangasagar Bridge: গঙ্গাসাগর মেলার আগেই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর হাতেই
নবান্ন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলার আগে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরে যাবেন এবং সেই সময়েই শিলান্যাস কর্মসূচি সম্পন্ন হবে।
জয় চক্রবর্তী: গঙ্গাসাগর মেলার আগেই বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর ব্রিজের শিলান্যাস হতে চলেছে। মুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত এই ব্রিজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলার আগে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরে যাবেন এবং সেই সময়েই শিলান্যাস কর্মসূচি সম্পন্ন হবে। গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার নবান্নতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যেই ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত হয়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফে ডাকা টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে। ফলে প্রশাসনিক ও কারিগরি দিক থেকে প্রকল্পটি বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়েছে।মুড়িগঙ্গা নদীর ওপর স্থায়ী ব্রিজ নির্মিত হলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছে প্রশাসন। এতদিন ফেরিনির্ভর যাতায়াতের কারণে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হত। নতুন ব্রিজ তৈরি হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা।






