রাজ্যের খবর

মজবুত হবে গঙ্গাপ্রসাদ পঞ্চায়েতের তৃণমূলে সংগঠন! দলে যোগ ৮০০ বিরোধী কর্মীর

Gangaprasad Panchayat's grassroots organization will be strong! 800 opposition workers added to the party

Truth Of Bengal: অভিষেক দাস, মালদা:- দুর্গাপুজোর রেষ কাটতে না কাটতেই এবারে বিরোধী দল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম ছেড়ে প্রায় ৮০০ জন কর্মী তৃণমূলে যোগদান করলেন। সোমবার বিকালে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মেহেরাপুর এলাকায় তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতেই বিভিন্ন দল ছেড়ে আসা নেতা কর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন। এমনকি সংশ্লিষ্ট এলাকার একসময়ের কংগ্রেসের এক জন প্রতিনিধিও এদিনের এই যোগদান শিবিরে উপস্থিত হয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে তুলে নেন। এরফলে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কালিয়াচক ২ ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হবে বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব।

এদিনের এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, কালিয়াচক ২ ব্লক তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ সহ বিশিষ্টজনের। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিজেপি , কংগ্রেস , সিপিএম দল থেকে এদিন প্রায় ৮০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন। তাঁরা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পাননি। এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা করেই তাঁরা তৃণমূলকেই বেছে নিয়েছেন। এদিন একটি জনসভার মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগদানকারী বিরোধী দলের নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়।

Related Articles