রাজ্যের খবর

গজরাজের হানায় ভাঙল এলাকার নলকূপ, তছনছ কলা ও সুপারি গাছ

Gajraj destroyed tube wells, uprooted banana and betel nut trees

The Truth Of Bengal : জলপাইগুড়ি : এবার লোকালয়ে এসে জনবসতি এলাকায় বসানো রিগ বোর নলকূপ উপড়ে ফেলে দিল হাতি। সেইসাথে হাতির দলটি এলাকার বেশ কিছু কলা ও সুপারি গাছেরও ক্ষতি করে। তবে স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে ঘর-বাড়ির কোনো ক্ষতি করতে পারেনি। ডুয়ার্সের মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন বড়দিঘি চা বাগান এলাকার ঘটনা।

জানা গেছে, রবিবার রাত ২ টো নাগাদ সংলগ্ন পাশ্ববর্তী জঙ্গল থেকে ৬ থেকে ৭ টি হাতির একটি দল চলে আসে বড়দিঘী চা বাগানে। এরপর বাগানের চম্পা লাইনে থাকা নলকূপ উপরে ফেলে দেয় হাতি। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতির দল বাড়ি ঘরের কোন ক্ষতি করতে না পারলেও এলাকার বহু গাছের ক্ষতি করে। এরপর ভোরে হাতির দল বড়দিঘী চা বাগান হয়ে ফের লাটাগুড়ি জঙ্গলে চলে যায়। এলাকায় হাতির হানা রুখতে রাতে বনকর্মীদের টহলদারী দাবি করেছেন বাসিন্দারা। বনদপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles