রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ, ২৪ ঘণ্টার মধ্যেই উদ্বোধন বড়মা পুলিশ ফাঁড়ির

Fulfilling the Chief Minister's promise, Barama police outpost to be inaugurated within 24 hours

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো নৈহাটির বড়মার মন্দির সংলগ্ন এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হল। মঙ্গলবার মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী ফাঁড়ি তৈরির প্রতিশ্রুতি দেন, আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার বিকেলে তা কার্যকর হয়। বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এই ফাঁড়ির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক সনৎ দে, বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য এবং পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

বড়মা পুলিশ ফাঁড়ির উদ্বোধনে বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।
চিত্র: সংগৃহীত

বড়মার মন্দিরের গুরুত্ব

বড়মার কালীমন্দিরটি নৈহাটির অন্যতম বিখ্যাত তীর্থস্থান। মন্দিরটি অরবিন্দ রোডের মাঝামাঝি অবস্থিত এবং নৈহাটি স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত প্রধান পথের একটি গুরুত্বপূর্ণ অংশ। গত বছর এই মন্দিরের শতবর্ষ উপলক্ষে পুনর্নির্মাণ করা হয়, যেখানে স্থাপন করা হয় কষ্টিপাথরের বড়মার মূর্তি। এরপর থেকে ভক্তদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিরাপত্তার প্রয়োজনীয়তা

চলতি কালীপুজোয় বড়মার মন্দিরে রেকর্ড সংখ্যক ভক্ত সমাগম হয়, বিশেষ করে দণ্ডি কাটার সময়ে। প্রতিদিন ১০-২০ হাজার ভক্ত মন্দিরে আসেন। এই ভিড় সামাল দিতে এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা দেখা দেয়। মুখ্যমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ফাঁড়ির কাজের পরিধি

পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন, নতুন এই ফাঁড়ি মূলত তিনটি উদ্দেশ্য পূরণে কাজ করবে:

১. ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষত মহিলাদের।

২. মন্দির কমিটির পুজোর আয়োজন নির্বিঘ্ন রাখা।

৩. অরবিন্দ রোড ও স্টেশন চত্বরের মার্কেট এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করা।

ফাঁড়ির দায়িত্বে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, সঙ্গে থাকবেন ৩ জন এএসআই, ৮ জন কনস্টেবল এবং ৮ জন সিভিক ভলান্টিয়ার।

এই উদ্যোগে এলাকাবাসী এবং ভক্তরা অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এবং তা দ্রুত বাস্তবায়নের প্রশংসা করছেন সবাই। “যেমন কথা, তেমন কাজ”— এই বাক্যটি যেন এখানে বাস্তব রূপ পেল।

Related Articles