আজ থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বসছে শিল্পের মহাযজ্ঞের বিশ্বমানের আসর
From today, the bengal global business summit, the world-class event of the industry is taking place

The Truth Of Bengal : আজ থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকেশ অম্বানী, নিরঞ্জন হীরানন্দানি, হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েন্কার মতো প্রথম সারির শিল্পপতিরা থাকবেন এই বাণিজ্য সম্মেলনে। ইংল্যান্ড, ইটালি-সহ বিভিন্ন দেশের শিল্পপতিরাও হাজির থাকবেন দু’দিনের এই কর্মসূচিতে।
দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ঢাকে কাঠি পড়বে আজ| মঙ্গল ও বুধবার বসছে শিল্পের মহাযজ্ঞের বিশ্বমানের আসর| আর্ন্তজাতিক প্লেনারি সেশনের আয়োজন করা হচ্ছে। এবারের ফোকাস পয়েন্ট ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উজ্বল সম্ভাবনা। ইতিমধ্যেই এমএসএমই-তে বাংলা একাধিকবার সেরার সেরা হয়েছে। উন্নতি হয়েছে বড় শিল্পের মতোই ছোট শিল্পেরও। এছাড়াও বাড়তি গুরুত্ব দেওয়া হবে কর্মসংস্থানমুখী শিল্পের। তুলে ধরা হবে জঙ্গলমহল সুন্দরী, দেউচাপাঁচামির মতো প্রকল্প। বিনিয়োগবন্ধু পরিবেশের কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ব্যাপক লগ্নির সম্ভাবনা রয়েছে উদীয়মান শিল্পগুলিতে। আগেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছোট-বড় শিল্পে লগ্নি প্রস্তাব আসে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সাড়া মিললে আরও দরজা খুলে যাবে। আশায় রয়েছে রাজ্যের শিল্পগোষ্ঠীগুলোর মতোই প্রশাসনও। বুধবার বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। বেলা তিনটে থেকে চারটে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে । অতিথিদের আপ্যায়নের জন্য গঙ্গা ভ্রমণের ব্যবস্থা। ঘুরিয়ে দেখানো হবে আলিপুর জেল মিউজিয়াম|
FREE ACCESS