রাজ্যের খবর

কাঁথির ক্লাবে অনুষ্ঠানের মাঝে বন্ধুকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

Friend hacked to death during event at Kanthi club, accused arrested

Truth Of Bengal: রবিবার গভীর রাতে কাঁথি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়গ চণ্ডী শ্মশান এলাকায় একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক এক হত্যাকাণ্ড। নাচানাচির মাঝে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম আজগর মল্লিক (২৫)। অনুষ্ঠানের মাঝেই দুই বন্ধুর মধ্যে বচসা বাধে। এরপরেই অভিযুক্ত সৌরভ দাস ওরফে পাশা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আজগরের গলায়। গুরুতর অবস্থায় আজগরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান।

কাঁথি থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত সৌরভকে গ্রেফতার করে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে দুই বন্ধুর বচসার কথা জানা গেছে। তবে প্রকৃত কারণ জানার জন্য ধৃতকে জেরা করা হচ্ছে।”

এই ঘটনার পর থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নিহত যুবকের বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় জমে। তাঁরা সবাই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

আজ অভিযুক্ত সৌরভকে আদালতে পেশ করা হবে। পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনের আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে।

Related Articles