রাজ্যের খবর

আবারো গঙ্গাসাগরে ৩১ জন ছাত্রছাত্রীর ট্যাব এর টাকা তুলে নিল প্রতারকেরা তদন্তে সাগর থানা পুলিশ

Fraudsters again withdraw money from 31 students' tabs in Gangasagar, Sagar police investigating

Truth of Bengal: সারা রাজ্যে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে আলোড়ন পড়ে গেছে, ঠিক সেই সময়ে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে ৩১ টি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে নিয়েছে হ্যাকাররা। ১৬৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩১ জন ছাড়া বাকি প্রত্যেকেই ট্যাবের টাকা গিয়েছে নিজ নিজ একাউন্টে। দেখা গেল এই একত্রিশ জন ছাত্রছাত্রীর টাকা অন্য একাউন্টে চলে গেছে।

গতকাল গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন স্কুলের এক শত ৬৬ জন ছাত্র ছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছে প্রতারকরা। সাগর থানার অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা শিক্ষা পরিদর্শকের কাছে। সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা এমনই জানান। দ্বাদশ শ্রেণীর ছাত্রী অর্পিতা পাল সুমন সিট, মারিয়ান খাতুনের কথায় তাদের টাকা গায়েব হয়ে গেছে তারা বিষয়টি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার কথা ও জানান। দেখা যাক মুখ্যমন্ত্রীর দেওয়া ছাত্র-ছাত্রীদের এই ট্যাবের টাকা আসে কিনা তাদের একাউন্টএ সেই অপেক্ষায় ছাত্র-ছাত্রী ও তার পরিজনেরা।

Related Articles