রাজ্যের খবর
বিদেশে চাকরির দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২
Fraud in the name of giving job abroad, arrested 2 in Nadia

The Truth Of Bengal, নদীয়া, মাধব দেবনাথ : বিদেশে চাকরির দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো হাসখালি থানার পুলিশ।
সূত্রের খবর, রবিবার হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় উলাসি বাজার এলাকায় বিদেশে চাকরী দেওয়ার নামে ভুও অফিস খুলে ইটারভিউ নেওয়ার উদ্যোগ নিয়েছে ভিন রাজ্যের দুই ব্যক্তি। আর এরপরই হাসখালি পুলিশ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা পুলিশকে যা নথি পত্র দেয় তা সবই জাল। আর এরপরই ওই দুই ব্যক্তিকে আটক করে হাসখালি থানা।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তি বিহারের বাসিন্দা। প্রসঙ্গত হাসখালি থানা এলাকায় এর আগেও এমন চাকরির প্রলোভনে পা দিয়ে বিদেশে গিয়ে বিপাকে পড়েছেন বহু মানুষ। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় ও এর পিছনে আরও কারা জড়িত তা জানতে তদন্তে হাতখালি থানার পুলিশ।
FREE ACCESS