চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার ৪ সাইবার প্রতারক
Fraud in the name of giving a job! 4 cyber fraudsters arrested

Truth Of Bengal: নদিয়া,মাধব দেবনাথ: শিরোনামে আবারো প্রতারণা! বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করলো নদীয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হল।
ফের বড়োসড়ো সাফল্য রানাঘাট পুলিশ জেলার। গতকাল রাতে বিশেষ অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম টিম। এদিন নদীয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৪ জন সাইবার প্রতারক কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বিশ্বজিৎ হালদার, সমীর গুহ রায়, তন্ময় সরকার ও বিশ্বনাথ বিশ্বাস ওরফে রাহুল সকলের বাড়ি কুপার্স এলাকায়।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার ও জব্দ করা হয়েছে। এই প্রতারকরা, বন্ধন ব্যাঙ্কের চাকরি জালিয়াতি র্যাকেটের সাথে জড়িত এবং তাদের সাথে আরও অনেকে জড়িত আছে বলে জানা গেছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।