রাজ্যের খবর

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা একই পরিবারের চারজনকে,তদন্তে পুলিশ

Murder Case in Malda

The Truth of Bengal: বাড়ির পাশে কলা গাছ কাটা কে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতানপুর এলাকায়। আক্রান্ত হলো ফুগলু মন্ডল বয়স(৬৫)বছর। স্ত্রী শিখা মন্ডল বয়স(৫৫)বছর। ও দুই ছেলে যুধিষ্ঠির মন্ডল ও ভরত মন্ডল।

আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হল নিমাই মন্ডল, কালু মন্ডল সহ বেশ কয়েকজন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুগলু মন্ডলের বাড়ির পাশে কলা রয়েছে। সেই কলা গাছ অভিযুক্তরা আজ সকালে কাটতে যায়। বাধা দিতে গেলেই ফুগলু মন্ডল ও তার পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। রক্তাক্ত অবস্থায় সকলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সকলেই। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Related Articles