রাজ্যের খবর

চার দশকের ঐতিহ্য! আজও জ্বলজ্বল করছে অধিকারী পরিবারের পাখা শিল্প

Four decades of tradition! The Adhikari family's fan industry still shines today

Truth Of Bengal: সত্যেন মহন্তঃ, কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের টুঙ্গইল বিল পাড়ার অধিকারী পরিবারের ঘরে এখন যেন উৎসবের প্রস্তুতি। কারণ আর মাত্র বারো দিন পর, ১লা জুন অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির অন্যতম পারিবারিক উৎসব — জামাই ষষ্ঠী। এই দিনে জামাইদের আপ্যায়নে থাকে নানা রকমের উপকরণ, তার মধ্যে তালপাতার রঙিন হাতপাখা একটি অপরিহার্য অংশ।

এই তালপাতার পাখাই এখন তৈরি করছেন হেমন্ত অধিকারী, শ্যামলী অধিকারীসহ তাঁদের পরিবার। ৭০-এর কোঠায় পৌঁছনো হেমন্ত বাবু বলেন, “আমাদের পরিবারে চার দশক ধরে এই পাখা তৈরির কাজ চলে আসছে। এখনো আগের মতোই চাহিদা রয়েছে, বরং রঙিন কাপড়ে তৈরি পাখার দিকে ঝোঁক আরও বেড়েছে।”

শ্যামলী অধিকারী জানান, “বিভিন্ন রঙের কাপড় দিয়ে পাখার কুঁচি করা অংশটি সেলাই করি আমরা। তারপর সেটি তালপাতায় জুড়ে পুরো পাখা তৈরি হয়। এটি খুব কষ্টকর হলেও আনন্দের।”

পাখা তৈরির কাজ চলছে দিন-রাত এক করে, যেখানে পরিবারের সব সদস্যরা ব্যস্ত। শুধু দিনাজপুর বা মালদা নয়, বিহার থেকেও পাইকারি ক্রেতারা পাখা কিনতে আসেন। স্থানীয় মানুষের আশা, এই পরিশ্রমের ফলস্বরূপ অধিকারী পরিবারে লক্ষ্মীলাভ হোক, আর বাংলার ঐতিহ্যবাহী জামাই ষষ্ঠী হয়ে উঠুক আরও রঙিন ও শীতল।

Related Articles