রাজ্যের খবর

খেলতে যাওয়াই হল কাল, আগুনে ঝলসে গেল চার শিশু

Four children injured in fire while going to play

Truth Of Bengal: ছিলনা ইঞ্জিন, সেই বনেটের তলায় খেলতে গিয়ে আগুন লেগে ঝলসে গেল চার শিশু। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কাঁকসার কাওয়ারিপট্টি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতলে এবং আরো দুই শিশুকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জখমদের বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, পানাগড় রাইস মিল রোডের ৪ শিশু, কাওয়ারিপট্টি এলাকায় একটি পুরোনো বোলেরো দাঁড়িয়ে ছিল। ছিলনা ইঞ্জিন।

সেই বনেটের নিচে আগুন নিয়ে খেলা করছিল। তখনই দুই শিশুর শরীরে আগুন লেগে যায়। আরো দুই শিশু বেরোনোর চেষ্টা করলে তারাও আটকে যায়। তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার বহু মানুষ। তারা কোনরকমে চার শিশুকে উদ্ধার করে। বছর আটেকের আরুশি সাউ, বছর পাঁচেকের আয়ুষ সাউ বছর ছয়েকের শিবা সিংহ এবং বছর পাঁচেকের গোলু সিংহ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাশওয়ান বলেন,”পুরোনো বোলেরোর বনেটের নিচ্ছে প্রায় দিনে খেলা করে বাচ্চারা। আজ আচমকা আগুন জ্বালিয়ে দেয় তারা। সেই আগুন লেগে ঝলসে যায় তারা। আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তবে গাড়িটি কার তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন,”প্রাথমিকভাবে জানতে পেরেছি পুরোনো গাড়ির নিচে আগুন নিয়ে খেলতে গিয়ে এই ঘটনা। এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা, সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে।”

Related Articles