রাজ্যের খবর
Trending

ফুঁসছে তিস্তা, আতঙ্কে লোকালয়ে হাতির দল

Flowing Teesta, panicked wild animals, herds of wild elephants seek safe shelter in the area.

The Truth Of Bengal: পাহাড়ে সমতলে ব্যাপক বৃষ্টি,  ফুঁসছে তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্য নদী, নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি জংলী হাতির দল। বৃহষ্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি, উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে, পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ী ঝোরা গুলোতে বেড়েছে জলের স্রোত। আর এতেই মানুষের পাশপাশি বন্য প্রাণীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপূর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছে বুনো হাতির দল। ঘটনার খবর পেয়ে জংলী হাতির দলটির ওপর নজরদারি শুরু করেছে বন বিভাগ।গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক।

Related Articles