রাজ্যের খবর

নিম্নচাপের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে বিষ্ণুপুরের ফুল চাষীরা

Flower growers in Bishnupur face massive losses due to low-pressure rains

Truth Of Bengal: শিলাবৃষ্টি ও নিম্নচাপের জড়া ফলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বাঁকুড়ার ফুল চাষিরা। এই বৃষ্টিতে যেমন ফুল গাছের ক্ষতি হয়েছে তেমন ফুলেও ব্যাপক ক্ষতি হয়েছে।

বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের পানরডাঙ্গর গ্রাম স্থানীয়দের কাছে ফুলের গ্রাম নামেই পরিচিত এই গ্রাম। কারণ এখানকার অধিকাংশ কৃষক ফুল চাষ করে নিজেদের জীবন জীবিকা চালান। তবে গত রবিবার অর্থাৎ ১৬ই মার্চ তারিখে এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা।

সেই সমস্যা কাটিয়ে উঠতেই আবার গত দুদিন ধরে টানা নিম্নচাপে বৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েছে ফুল চাষিরা। তারা জানাচ্ছেন, একদিকে যেমন শিলাবৃষ্টি ক্ষতি করেছে ফুল চাষে অন্যদিকে আবার বৃষ্টিতেও ফুল চাষের ক্ষতি করতে শুরু করেছে। বৃষ্টিতে যেমন ফুল গাছের ক্ষতি হয়েছে তেমন ফুলেও ব্যাপক ক্ষতি হয়েছে।

পাশাপাশি তারা আরও জানাচ্ছেন, মহাজনের কাছে ঋণ নিয়ে তারা ফুল চাষ করেছেন। এই ফুল বিক্রি করে তাদের সংসার চলে এবং মহাজনের ঋণ শোধ হয়। পাশাপাশি আগামী চাষের জন্য টাকা সঞ্চয় করেন তারা। যেভাবে ফুল চাষের ক্ষতি হয়েছে তাতে তারা আর্থিকভাবে ব্যাপক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন। এই অবস্থায় তারা সরকারি সাহায্য প্রার্থনা করছেন।

Related Articles