রাজ্যের খবর

অতি বৃষ্টির মধ্যেও জল ছাড়া অব্যাহত DVC-তে! প্লাবনের সতর্কতা জারি পাঁচ জেলায়

Flood warning issued in five districts for dvc

The Truth of Bengal: বরাকর ও দামোদর নদের উচ্চ উপত‍্যকা ঝাড়খণ্ড ও বাংলা সীমান্ত গত তিন দিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির জন্য পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর জলাধারে জলধারণ মাত্রা বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। বিপত্তি এড়াতে ডিভিসির মাইথন, পাঞ্চেত ও দুর্গাপুর বারেজ থেকে ছাড়া হল জল। সোমবার প্রথমদিন প্রচুর জল ছাড়া হয়েছিল। মঙ্গলবারও জল ছাড়া অব্যাহত আছে।

যদিও মঙ্গলবার মাইথন জলাধার থেকেই জল ছাড়ার পরিমাণ কম করা হয়েছে। তবে পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। এদিন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ছিল ৭৫ হাজার কিউসেক। অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমে ৩৫ হাজার কিউসেক করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে ডিভিসি জানিয়েছে, দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত‍্যকা তথা ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তে ধারাবাহিক ভারী বৃষ্টির কারণেই দুই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরপর দু’দিন এত বেশি পরিমাণ জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত‍্যকার কিছু কিছু অঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

 অন্যদিকে, দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এক লক্ষ ৩৪ হাজার ৭০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল ছাড়ার জেরে দামোদর তীরবর্তী এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। হাওড়া, হুগলি, দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই নবান্নের জরুরি বৈঠক হয়েছে। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। বৃষ্টির পাশাপাশি একাধিক ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে হাওড়ার উদয়নারায়ণপুরে দামোদর ও রূপনারায়ণ নদের ওপরে জলের চাপ বাড়তে শুরু করেছে। এলাকার মানুষকে সতর্ক করতে শুরু হয়েছে মাইকিং। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকার মানুষ। সতর্ক নজর রাখছে প্রশাসন।

Free Access

Related Articles