রাজ্যের খবর
বাগডোগরা বিমানবন্দর থেকে পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার, গ্রেফতার এক ব্যক্তি
Cartridges recovered from Bagdogra airport

The Truth of Bengal: বাগডোগরা বিমানবন্দর থেকে তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। ধৃতের নাম তাসি সিরিং(৪৩)। সে ভুটানের বাসিন্দা।জানা গিয়েছে এদিন ওই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দর থেকে চেন্নাই যাওয়ার জন্য বাগডোগরা বিমানবন্দরে আসে।
ব্যাগ চেকিংয়ের সময় তার কাছ থেকে একে-৪৭-এর পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। এর পরেই সিআইএসএফের জাওয়ানরা ওই ব্যক্তিকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। এবং পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
সূত্রের খবর, তাসি আগে ভুটান আর্মিতে কর্মরত ছিল অবসরের পর বর্তমানে কুয়েতে চাকরিরত। তবে কি কারণে তিনি কার্তুজ নিয়ে গিয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।