বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ জন কর্মী
five deadbodies rescued from a coal mine birbhum after blast

Truth Of Bengal, Barsa Sahoo : উৎসবের মরসুমে আঁধার ঘনাল খয়রাশোলে। চতুর্থীর সকালে খয়রাশোলের গঙ্গারামচক কয়লাখনিতে হঠাৎ বিস্ফোরণ। ঘটনায় নিহত ৫। তারা ৫ জনেই হলেন শ্রমিক। খনির ভিতর থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। এছাড়াও আর কেউ খনির মধ্যে আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। আহত হয়েছেন বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু সেই মুহূর্তে শ্রমিকরা যে সেখানে কাজ করছিলেন তা কেউ বুঝতে পারেনি। আর সেই অসাবধানতার জেরেই এই দূর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে অবস্থিত GMPL অর্থাৎ গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়রিতে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হন ৫ জন কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে। আহত বেশ কয়েকজন। ওই কয়লা খনিতে বিস্ফোরণ ঘটাতে গিয়ে অসাবধানতাবশত এই কাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন GMPL এর আধিকারিক ও কর্মীরা বলে জানতে পাওয়া যাচ্ছে।