রাজ্যের খবর

অভিষেকের নাম করে টাকা তুলছে ফিরহাদের ওএসডি, থানায় অভিযোগ দায়ের

Firhad's OSD is collecting money in the name of Abhishek, a complaint has been lodged with the police station

Truth Of Bengal:  এ নিয়ে শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের এক কর্মী করেছেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর, ফিরহাদ জানিয়েছেন যে তিনি এ বিষয়ে অবগত ছিলেন না এবং আগে জানানো হলে তিনি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতেন। কালীচরণ নিজে বলেছেন, ‘‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। যা বলার মেয়র সাহেব বলবেন।”

অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি, যিনি অভিষেকের দফতরে কর্মরত, তিনি কালীচরণের নামে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে যে কালীচরণ অভিষেকের নাম করে টাকা তুলছেন। লালবাজারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলেও, পুলিশের এক কর্তা জানিয়েছেন যে এখনই কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হবে না।

মেয়র ফিরহাদ শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন। সেখানে এই বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি এই ব্যাপারে কিছুই জানি না। সংবাদমাধ্যম থেকেই এখন শুনলাম। যদি এমন কোনও অভিযোগ থাকে, তাহলে আমাকে জানানো উচিত ছিল। আমি বিভাগীয় তদন্ত করাতাম। এখন, যদি কারও নামে ভিত্তিহীন অভিযোগ আসে, তাহলে আমি তাকে কীভাবে সরাব? এমন অভিযোগের কথা আমি আগে কখনও শুনিনি।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিধানসভায় উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, “আমি আগেই বলেছিলাম যে কালী অবৈধ অর্থ সংগ্রহ করে। তপসিয়ায় ২০০ কোটি টাকা ব্যয়ে তৃণমূল ভবন নির্মাণ করা হচ্ছে, এবং কালীকে সেই অর্থ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি ভবন নির্মাণের দায়িত্বে আছেন, কালী তাঁকেই অবৈধ অর্থ দিচ্ছেন। আমি অনেক দিন আগে এই অভিযোগ তুলেছিলাম। কালীর সাতটি ফ্ল্যাট রয়েছে, এবং পার্থ চট্টোপাধ্যায়ের চেয়ে তাঁর সম্পত্তির পরিমান বেশি।”

Related Articles