
The Truth Of Bengal : লোকসভা নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির মসলা উদ্ধার। এবার সদাইপুর থানার সাহাপুর গ্রামে একটা বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সদাইপুর থানার পুলিশ। শেখ সবুর নামে এক দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরীর মসলা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় তার বাড়িতে। সদাইপুর থানার পুলিশ গভীর রাতে সাহাপুর গ্রামে শেখ সবুরের বাড়িতে হানা দেয় এবং তার বাড়ির গোপন জায়গা থেকে উদ্ধার হয় স্থানীয় তৈরি এক নলা বন্দুক(পাইপ গান), এক রাউন্ড গুলি ও বোমা তৈরির মসলা।