রাজ্যের খবর

তল্লাশি চালাতেই উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, গ্রেফতার ২

Firearms and cartridges were recovered during the search, 2 were arrested

Truth of Bengal: পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ওপর গুলি চালানোর ঘটনার পরেই দুষ্কৃতী চক্রের খোঁজ পেতে বেশী করে তৎপর পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ মাঝাবাড়ি এলাকায় অভিযান চালায়। এরপর সেখানে বিট্টু দাস নামে এক যুবককে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। অপরদিকে খালপাড়া ফাঁড়ির পুলিশ বিনোদ সাহানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে নিয়ে এসেছিল তারা? কোথায় নিয়ে যাচ্ছিল? কি উদ্দেশ্যে রাখা হয়েছিল তা ইতিমধ্যে খতিয়ে হচ্ছে।

শুক্রবার ধৃত বিট্টুকে জলপাইগুড়ি ও বিনোদকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি ও খালপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশের তরফে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রের খোঁজে তারা লাগাতার অভিযান চালাবে।

Related Articles