রাজ্যের খবর

বীরভূমে আগ্নেয়াস্ত্রসহ এক রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ১

Firearm along with one round recovered in Birbhum, 1 arrested

The Truth Of Bengal: পুলিশের জয়জয়কার এবার বীরভূমে। একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করল বীরভূম জেলার মারগ্রাম থানার পুলিশ। গ্রেফতার ১।

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে মাড়গ্রাম থানার অন্তর্গত চাকাই পুকুর মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করলো মারগ্রাম থানার পুলিশ। তার কাছে এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

জানা যায়, ওই ধৃত ব্যক্তির নাম শেখ হায়দার। বাড়ি রামপুরহাট থানার অন্তর্গত দখলবাটি এলাকায়। পুলিশ সূত্রে খবর, ছিনতাই এর উদ্দেশ্যে সে সেখানে দাঁড়িয়েছিল।

Related Articles