রাজ্যের খবর

খেতের জমিতে দাউ দাউ করে জ্বলছে আগুন, মাথায় হাত চাষীদের  

Fire is burning in the fields, farmers are worried

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায় হুগলি:  খেতের জমিতে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার দুপুরে ভদ্রেশ্বর থানার অন্তর্গত শ্বেতপুর লাগোয়া দিল্লীরোডের ধারে ফলন হওয়া জমিতে আচমকাই  আগুন লেগে যায় ।  আগুন নেভানোর জন্য চন্দননগর ও ভদ্রেশ্বর থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে কী করে আগুন লাগল জমিতে তা এখন স্পষ্ট নয়। স্বাভাবিকভাবে এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

স্থানীয় মারফত জানা গিয়েছে,  সবজির ফলন হওয়া জমিতে আগুন লাগে এদিন  দুপুরে।হাওয়ার দাপটে জ্বলতে জ্বলতে আম বাগানে আগুন পৌঁছে যায়।গোটা মাঠ জুরে আগুন ছরিয়ে পরায় নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মিদের।শুকনো ঘাসের জঙ্গল থেকে আগুন লাগে বলে অনুমান দলকল কর্মিদের।

তবে এর আগেও একবার আমের কমল বাগানে আগুন লেগে যাওয়ার মত ঘটনা ঘটেছে। তাতে  অনেক আম গাছ নষ্ট হয়ে গিয়েছিল। তাই এবার  আগুন কেউ লাগিয়ে দিল না নিছক দূর্ঘটনাবসত লাগল তা নিশ্চিত করে জানা যায়নি। সেই সঙ্গে জমিতে আগুন লাগার ফলে কতটা ক্ষতির শিকার হলেন চাষীরা তা এখন সামনে আসেনি।

Related Articles